গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরন


প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরন করছেন পল্লীসেবা বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ

বরিশালের গৌরনদী উপজেলার ৪১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে গতকাল সোমবার বিকেলে ভ্যান, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
পল্লীসেবা বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, ভ্যান ও সেলাই মেশিন বিতরন উপলক্ষে বড়কসবা নুর নবী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, এস.আই মিজানুল ইসলাম, বিভা রানী মজুমদার, সুরেশ দাস, আব্দুর রহমান তালুকদার প্রমুখ। শেষে ৪১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভ্যান, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়।