বরিশালে ২০ কোটি টাকার কারেন্ট জালে অগ্নিসংযোগ

যার মূল্য ২০ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা। আজ মঙ্গলবার বিকেলে কীর্তনখোলা নদীর পাড়ে আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

জানাগেছে, গত ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কারেন্ট জাল আটকের অভিযান চালায়।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ইনচার্জ লে.কমান্ডার এম জহিরুল হকের নেতৃত্বে কীর্তনখোলা, লতা, জয়ন্তী, আড়িয়াল খাঁ , কালিজিরা, খয়রাবাদ, নবগঙ্গা, তেতুলিয়া, নলছিটি, ধানসিড়ি ও মেঘনা নদীতে অভিযান চালানো হয়। বরিশালের নির্বাহী ম্যাজিষ্টেট তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লে.কমান্ডার এম জহিরুল হক, লে.কমান্ডার সোয়েব, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল।