আগৈলঝাড়া প্রার্থীদের নিয়ে প্রশাসনের আইন শৃংখলা সভা

উদ্যোগে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলার ৫ টি  ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা অংশগ্রহন করেন। সভায় জানানো হয় ২৩ মার্চ থেকে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, একজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নির্বাচনের দিন পর্যন্ত কাজ করবেন। এছাড়াও নির্বাচনের দিন (২৯ মার্চ) প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতি কেন্দ্রে আইন শৃংখলা রক্ষার দ্বায়ীত্বে ১৭ জন অস্ত্রধারী  পুলিশ ও আনসার,  র‌্যাব এর টহল নজরদারী করবে। সভার আরও জানানো হয়, কোন প্রার্থী নির্বাচনের আচারনবিধি লঙ্ঘন করলে তাকে ২ হাজার টাকা জরিমানা ও ছয়মাসের কারাদন্ড  সহ উভয় দন্ড দেয়া হবে।