ব্যতিক্রমধর্মী উদ্যোগ

কৃষি কাজে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষে “কৃষি উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরন” শীর্ষক ব্যতিক্রমধর্মী দিনব্যাপী এক কর্মশালা গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বরিশালের আগৈলঝাড়া অফিসের হলরুমে দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক প্রতিবন্ধী মোঃ বদিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিপিকেএস’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ বাড়ৈ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন। কর্মশালায় অর্ধশতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহন করেন।