আচরণ বিধিভঙ্গ করে নির্বাচনী প্রচারণা

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গকরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। সংশ্লিষ্ট প্রতিপক্ষ প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থীদের সূত্রে জানাগেছে, উপজেলার গৈলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থীত আবুল হোসেন লাল্টুর কর্মীরা রামের বাজার গ্রামের আকাশ খন্দকার, নজরুল ইসলাম ও রবিউল প্রার্থীর বাড়ি থেকে তার নির্বাচনী পোষ্টার ও লিফলেট নিয়ে যাওয়ার সময় সুজনকাঠী (রাজা মোল্লা)’র বাড়ির ব্রীজের উপর পৌছালে প্রতিপক্ষ প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউসুফ মোল্লার কর্মী মাসুদ পোষ্টার ও হ্যান্ডবিল ছিনিয়ে নিয়ে খালে ফেলে দেয় ও কর্মীদের লাঞ্চিত করে। রাজিহার ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী ইলিয়াস তালুকদার বুধবার রাতে রাজিহার ওয়াপদা থেকে মোটর সাইকেল বহর নিয়ে ২টি হ্যান্ড মাইক সহ মিছিল দিয়ে বাশাইল ওয়াপদা রাস্ত থেকে পশ্চিম পাড়া বাজার পর্যন্ত মিছিল করেছে। বাকাল ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী বিভিন্ন স্থানে গণসংযোগ ও  উঠান বৈঠকে উচ্চ হিন্দু বর্ণ ও নিম্ন বর্ণের হিন্দুদের নিয়ে সাম্প্রদায়ীক বিষবাস্প তুলে বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ পাওয়াগেছে। রতœপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার উল্লাহ আচারণ বিধি ভঙ্গ করে একাধিক নির্বাচনী ক্যাম্প (অফিস) করেছেন বলে জানাগেছে। এছাড়াও নির্বাচন আচরণ বিধি অনুযায়ী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা কেহই মাইকের প্রচারণার সময়সীমা মানছেন না। গভীর রাত পর্যন্ত তারা মাইক ব্যবহার করছেন। আচরণ বিধি লংঘন সম্পর্কে কতটি ও কি ধরণের অভিযোগ জানতে চাইলে বাগধা,  গৈলা ও রতœপুর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ডা. বখতিয়ার হোসেন বলেন, অনেক অভিযোগ তিনি পেয়েছেন তবে তা তিনি খাম খুলে এখনও তা দেখেননি। অভিযোগের সংখ্যা কত হবে তাও তিনি বলতে পারেননি।