আগরবাড়ি বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

১৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার বেশী ক্ষতি  হয়েছে। শনিবার রাত আনুমানিক দেড়টায় এ আগুন লেগেছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানিয়েছে। তবে এ আগুনের সুত্রপাত জানাতে না পারলেও এলাকাবাসির ধারনা নির্বাচনী প্রতিহিংসার জের ধরে এ আগুন লাগানো হতে পারে।

বাজারের ক্ষতিগ্রস্থ দোকান মালিক কবির মোল্লা, কাদের মোল্লা এবং এলাকাবাসি জানান, আগুনের কোন সূত্রপাত আমাদের জানা নেই। গভীর রাতে হঠাৎ বাজারের মাঝ খানে একটি খাবার দোকান থেকে প্রথম আগুন লাগে। এরপরই পুরো বাজারে আগুন দ্রুত ছড়িয়ে পরে। তখন এলাকাবাসি ঝালকাঠি দমকল বাহিনীকে খবর দিলেও তারা রহস্যজনক কারনে আসতে দেরি করে এবং এখানে এসে খালে পানি থাকলেও মেশিন চালু করতে না পারায় এতগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক জানান, বাজারের এ ক্ষতিসাধন অপূরনীয়। তবে ক্ষতিগ্রস্থদের সাহায্যের ব্যাপারে সংসদ সদস্য আমির হোসেন আমু এবং উপজেলা চেয়ারম্যান সহযোগীতার আশ্বাস দিয়েছেন।