ঝালকাঠিতে নাগরিক ফোরামের নেতার ওপর সন্ত্রাসী হামলা

সিনিয়র প্রকল্প কর্মকর্তা মো: মাহফুজুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

ভীমরুলী  এলাকায় সংস্থার কাজ শেষে ফেরার পথে  শুক্রবার রাতে ডুমুরিয়া গ্রামের রাস্তায় সন্ত্রাসীরা এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তার ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক দেখে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরাও তার অবস্থার অবনতি দেখে ঢাকায় প্রেরন করেন। বর্তমানে সে ঢাকার মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংস্থা সূত্রে জানাগেছে, আগামী ৪ এপ্রিল ভীমরুলী এলাকায় অনুষ্ঠিতব্য নারী উন্নয়ন সেমিনার সফল করতে ঐ এলাকায় যায়।

এলাকাবাসি ও পরিবারসুত্র জানিয়েছে, এলাকার পিন্টু মন্ডল, প্রিন্স মন্ডল, সুনীল সরকার, পংকজ ব্যাপারী, বিপুল ব্যাপারী একটি চক্রের ইশারায় এঘটনা ঘটায়।

এঘটনায় ঝালকাঠি নাগরিক ফোরাম নেতৃবৃন্দ তার ওপর সন্ত্রাসীদের নির্মম ও  বর্বরোচিত হামলায় গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। ষ্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র স্থানীয় কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জড়িতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।