যৌন হয়রানির অভিযোগে যুবদল নেতার ভাইকে জরিমানা

উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা জালাল মোল্লার ছোট ভাই কামাল মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।  

নামপ্রকাশ না করার শর্তে সালিশ বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তিরা জানান, উপজেলার বাকাল গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী নাছিমা বেগমকে (২৫) দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা জালাল মোল্লার ভাই কামাল মোল্লা। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে কামাল মোবাইল ফোনে নাছিমা বেগমকে নানাধরনের উত্যক্ত শুরু করে। এ ঘটনায় গৃহবধূ স্থানীয় গন্যমান্যদের কাছে বিচারের দাবি করেন।  মঙ্গলবার রাতে বাকাল গ্রামের মোড়ল বাড়িতে স্থানীয় সমাজসেবক মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠিত সালিশ বৈঠকে কামাল তার দোষ স্বীকার করেন। পরবর্তীতে সালিশদ্বয় কামাল মোল্লাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও নাছিমার পায়ে ধরে ক্ষমা চাওয়ার রায় ঘোষনা করেন। সালিশ বৈঠকে অন্যান্যদের মধ্যে জেলা যুবদল নেতা নজরুল ইসলাম, হরে কৃষ্ণ পলাশ, সমাজসেবক রেজাউল সরদার, মোঃ জাকির হোসেন খান, দুলাল দত্তসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।