পৃথক সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত

শনিবার এবং শুক্রবার রাতে পৃথক তিনটি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল ও গৈলা গ্রামে।

জানা গেছে, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেয়ার অপরাধে রাজিহার ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ সিকদারের পুত্র মুরাদ সিকদারের নেতৃত্বে বিজয়ী চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। মুরাদ ও তার ১০/১২ জন সহযোগীরা বৃহস্পতিবার রাতে পশ্চিম বাশাইল বোটখোলা নামকস্থানে বসে হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করে। গুরুতর আহত তপন ভাবুক, গোপাল বাড়ৈ, অর্পন ভাবুক, আন্তনি ভাবুক ও চিন্তা ভাবুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন বিকেলে ক্রিকেট খেলা নিয়ে দক্ষিণ গৈলা বরইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভদ্রপাড়া ও গৈলা একাদশের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত রবিউল গাজী, প্রদ্বিপ বিশ্বাস, স্বজল সরকার, রহিম পাইককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে গতকাল শনিবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বাশাইল গ্রামের পলাশ মুন্সীর নেতৃত্বে তার ৭/৮ জন সহযোগীরা হামলা চালিয়ে আহত করে প্রতিপক্ষ প্রমিলা রানী, শ্যামল মুন্সী, আরতি রানী, বিমলা রানীসহ ৫ জনকে।