বরিশালে ওএমএস’র ৬৭ বস্তা চাল উদ্ধার

পাচারকৃত চাল নগরীর ফরিয়াপট্রির বানিজ্য ভান্ডার আড়তে রাখার সময় সোমবার দুপুর ৩ টায়  পুলিশ অভিযান চালায়। এ সময় আড়ৎদার লিটন হাওলাদার (২৯)কে আটক করা হয়।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে বানিজ্য ভান্ডার আড়তে ওএমএস’র চাল ব্লেকে ক্রয় করে বিক্রি করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্তে জানতে পারে যে,সেখানে ওএমএস’র চাল ট্রাক থেকে আড়তে উঠানো হচ্ছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা ৬৭ বস্তা চাল উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। পুলিশ আড়তে রাখা আরো বেশ কিছু চাল যাচাই বাছাই করছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও আড়তে পরিদর্শন করেছে।

ওদিকে আটককৃত লিটন পুলিশী জিজ্ঞাসাবাদে বলছেন তিনি এই ওএমএসর চালগুলো ফুড কর্মকর্তা আনোয়ার হোসেন, ডিলার আনোয়ার ও এবায়েদুল হকের নিকট থেকে কিনেছেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দীন জানান পুলিশ আড়তে চাল ও সংশ্লিষ্ট কাগজপত্র খতিয়ে দেখছে। এখন পর্যন্ত নির্দিষ্ট করে চাল উদ্ধারের সিদ্ধান্ত হয় নি। তবে আড়তে কয়েক শ বস্তা চাল রয়েছে।

এদিকে বিপুল পরিমান ওএমএস’র পাচারকৃত চালের বিষয়টি নিয়ে দেনদরবার চলছে বলে গুঞ্জন উঠেছে। আড়ৎদারকে রক্ষা করতে এক মহল উঠেপড়ে লেগেছে। তারা প্রশাসনের সঙ্গে বিষয়টি আপোষরফার চেষ্টা করছে।