ঐতিহ্যবাহী দূর্গা সাগর স্নান সম্পন্ন

সনাতন ধর্মালম্বিদের অষ্টমী স্নানৎসব সম্পুন্ন হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মালম্বিরা পাপ মুক্ত হওয়ার কামনায় এ দূর্গাসগরে স্নানে মিলিত হন। এবারেও হাজার হাজার পুন্যার্থীদের সমাগমে মিলন মেলায় পরিনত হয়।

জানাযায়,বরিশাল অঞ্চলের এই ঐতিহ্যবাহী দূর্গা সাগর স্নানের পরে ব্রাহ্মনরা মন্ত্র পড়িয়ে পূন্যার্থীদের পাপ মোচন করান। এমন বিশ্বাসেই যুগ যুগ ধরে বরিশালের দূর্গা সাগরে মিলিত হয় পূন্যার্থীরা।

পুজারী কার্তিক ঠাকুর বলেন,হিন্দুধর্মালম্বীদের মতে এখন থেকে ৫’শ বছর পূর্বে রাজা সতীন্দ্র নারায়ন রায়ের পূর্বের  বাংলার বার ভূইয়ার এক ভূইয়া রাজা কন্দপ নারায়ন রায় ও মাধব নারায়নের বাংলার চন্দ্রদ্বীপ এর রাজধানী এই মাধপপাশা গ্রামে ছিল। পরে রাজা মাধপ নারায়ন রায়ের নাম অনুসারে নাম হয় মাধপপাশা গ্রাম। বর্তমানে তার বংশধর দিলীপ কুমার রায় ও প্রদিপ কুমার রায়ের নেতৃত্বে এখানে পূন্যস্নান ও মেলা হয়ে আসছে।

এদিকে তীর্থস্নান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপি লোকমেলা।