আবারো ঝুলে গেলো ঢাকা মহানগর বিএনপির কমিটি

BNPচিকিৎসা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা করবেন বলে জোরেশোরেই প্রচারণা ছিলো। গত ৩ এপ্রিল দেশে ফিরে ৬ এপ্রিল জাতীয় স্থায়ী কমিটির সভায় মহাসচিব প্রশ্নে সিদ্ধান্তসহ মাসব্যাপী কর্মসুচি ঘোষণা করেছে বিএনপি। কিন্তু ঢাকা মহানগর কমিটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এমনকি এ ব্যাপারে স্থায়ী কমিটির সভায় কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত কমিটির একাধিক সদস্য। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তহীনতার কারণেই এমনটা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা মহানগর কমিটির সভাপতি বা আহ্বায়ক হিসেবে মেয়র সাদেক হোসেন খোকা চুড়ান্ত হয়ে থাকলেও সাধারণ সম্পাদক বা সদস্য সচিব নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে। সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামকে না দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে এ দায়িত্ব দেয়া হবে এ নিয়ে দলে গ্র“পিং যেমনি রয়েছে তেমনি হাইকমাণ্ডের সিদ্ধান্তহীনতাও রয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে মনোনয়ন পাওয়া ১২ প্রার্থীকে এ কমিটিতে অন্তর্ভূক্ত করা নিয়েও রয়েছে চরম বিরোধ। এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারলেই ঘোষণা করা হবে ঢাকা মহানগর বিএনপির কমিটি। কিন্তু আপাতত এ বিষয়ে সিদ্ধান্ত হচ্ছেনা। এ কারণে আবারো ঝুলে গেলো কমিটি ঘোষণার কাজটি।

সৌদি যাত্রার প্রাক্কালে খালেদা জিয়া সিনিয়র নেতাদের অবিলম্বে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ এ কমিটির চুড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দেন। কমিটিতে খোকাকে আহ্বায়কের দায়িত্ব দেয়ার ব্যাপারেও তিনি ইঙ্গিত দিয়েছেন বলে ঐ সূত্র জানিয়েছেন। সে মোতাবেক সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে মনোনয়ন পাওয়া ১২ জনকে যুগ্ম আহবায়ক করে ঢাকা মহানগর বিএনপির কমিটি চূড়ান্ত করা হয়। কিন্তু ১২ যুগ্ম আহ্বায়কের কারো কারো ব্যাপারে মতবিরোধ তৈরি হয়। দলে বা অঙ্গ দলে  গুরুত্বপূর্ণ পদে রয়েছে এমনদের যুগ্ম আহ্বায়ক করার বিরোধী রয়েছে একটি পক্ষ। তাদের যুক্তি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুবদলের সভাপতি, হাবিব উন নবী খান স্বেচ্ছাসেবক দলের সভাপতি, শিরিন সুলতানা মহিলা দলের সাধারণ সম্পাদক। তাদের মহানগরী কমিটির যুগ্ম আহ্বায়ক করা হলে তারা যে অঙ্গ দলের নেতা সে অঙ্গ দল ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র আরো জানায়, দীর্ঘ প্রায়  ৩ বছরেও মহানগর কমিটি ঘোষণা করতে পারেননি দলটি। মহানগর কমিটি ঘোষণা না হওয়ায় এ ইউনিটের সাধারণ নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। কমিটি নিয়ে দলের ভেতর বইছে সমালোচনার ঝড়। প্রশ্নও তুলেছেন অনেকেই। রাজধানীতে দলীয় কর্মকাণ্ডে নেই কোনো গতিশীলতা। কর্মসূচিগুলো পালিত হচ্ছে অনেকটা দায়সারাভাবে।

কমিটি না হওয়ায় নেতাকর্মীদের অনেকেই দলীয় কর্মকাণ্ড গুটিয়ে ব্যক্তিগত ব্যবসায় মনোনিবেশ করছেন বলে জানা গেছে। বর্তমানে মহানগরে দলীয় কর্মকাণ্ড চলছে নিয়ন্ত্রণহীনভাবে। অন্যান্য সাংগঠনিক ইউনিটের পুনর্গঠন হচ্ছে না এ কমিটি না থাকার কারণে। এ কারণে মহানগরের দলীয় কর্মসূচি পালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে। মহানগর বিএনপির প্রভাবশালী দুই নেতা সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসের দ্বন্দ্বের কারণেই কমিটির ঘোষণা আবারো ঝুঁলে গেলো।

সর্বশেষ ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছিল ২০০০ সালের ২ মার্চ। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও বর্তমান কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে ২৯৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ভেঙে দেয়া হয় ২০০৮ সালের ৪ জুন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকার বিরোধী কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয়ায় ঢাকা মহানগর কমিটি গঠনের গুরুত্ব আরো জোরালোভাবে দেখা দিয়েছে দলের ভেতর। এ নিয়ে দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগর কমিটি গঠনের এখতিয়ার সম্পূর্ণ দলের চেয়ারপারসনের। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তার নির্দেশে খুব শিগগিরই মহানগর কমিটি ঘোষণা করা  হবে। মহানগর কমিটি না থাকার কারণে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় কোনো সমস্যা হচ্ছেনা বলে তিনি দাবি করেন।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সৌদি আরব থেকে দেশে ফিরে কমিটি ঘোষণা করা হবে এমন কথা চেয়ারপারসন বলেননি। কেউ যদি আপনাদের বলে থাকেন তাকেই জিজ্ঞাসা করুন। তবে মহানগর কমিটি ঘোষণার জন্য চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। কমিটিতে কারা থাকছেন এটা উনি ভালো জানেন। খুব শীঘ্রই কমিটি ঘোষণা করা হবে। সঠিক টাইম ফ্রেম বলতে পারছিনা।

ঢাকার মেয়র ও মহানগরী কমিটির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, চেয়ারপারসন এ নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলেননি। কাদের সঙ্গে কথা বলছেন তাও জানিনা। তিনি বলেন, আমি আসলে এ ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখিনা।

মন্তব্য জানার জন্য স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ০১৭১১৫২৭৫৭৩ নম্বরে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।