সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিএনপির দলীয় মনোগ্রাম ব্যবহার করে রাজাকার শাকুর পুত্র এস.এম শাহজাহান তার ও তার পিতা সুলতান আহম্মেদ শাহউদ্দিনের বিশাল ছবি ও নাম ব্যবহার করে পোষ্ঠারিংয়ে উল্লেখ করেছে-৬ নং বাটাজোর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলতান আহম্মেদ শাহউদ্দিনের স্মরনে মহান স্বাধীনতা দিবসে সকল মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী। পোষ্টারিংয়ে আরো উল্লেখ রয়েছে-মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ হোক আমাদের অঙ্গীকার সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ গড়ার। সবশেষে ৬ নং বাটাজোর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের নাম উল্লেখ করা হলেও এরসাথে কেউ জড়িত নেই বলে বাটাজোর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা দাবি করেন।
অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা জানান, শাহজাহান বিএনপির কেউ নয়। বিএনপির মনোগ্রাম ব্যবহার করে তার পোষ্টারিং করা বে-আইনী। এ ব্যাপারে দলের সিনিয়র নেতাদের অবহিত করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।