চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার তিন আসামিকে জেল হাজতে প্রেরন

(২২) পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পাড়া গ্রামের রতন বেপারির পুত্র রবিন বেপারি (২২) দীর্ঘদিন যাবত বাটাজোর গ্রামের ব্যবসায়ী বসু শংক বণিকের পানবরজে মাসিক কামলা (দিনমজুর) হিসেবে কাজ করে আসছিল। ঘটনার আগের দিন গত বছর ২০১০ সালের ১১ ডিসেম্বর শনিবার রবিন তাদের কাজ না করায় ওইদিন রাত ১১ টার দিকে বসু শংক বণিক মোবাইল ফোনের মাধ্যমে রবিনকে তাদের বাড়িতে ডেকে এনে তার উপর অতর্কিতে হামলা চালায়। এসময় রবিনের সাথে থাকা তার চাচাতো ভাই গবিন্দ বেপারি পালিয়ে যায়। এলোপাতারি হামলায় রবিন জ্ঞান হারিয়ে ফেলে। রবিন মারা গেছে ভেবে বসু ও তার লোকজন রবিনের মুখে বিষ ঢেলে সে আতহত্যা করেছে বলে এলাকায় প্রচারনা চালায়। ওই রাতেই স্থানীয়রা রবিনকে মুর্মুর্ষ অবস্থায় একটি পান বরজের ভেতর থেকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে ওই সময় বরিশাল কোতয়ালী থানা পুলিশ হাসপাতাল থেকে রবিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

এ ঘটনার  পরদিন ১২ ডিসেম্বর নিহত রবিনের পিতা রতন বেপারি বাদি হয়ে বসু শংক বনিক (৪৫), রনজিৎ শংক বনিক (২৮), সঞ্জয় শংক বনিকসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পরই আসামিরা গা ঢাকা দেয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা এলাকায় ফিরে আসে। গত মঙ্গলবার আসামিরা নিু আদালত থেকে জামিন নিতে গেলে বরিশাল জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতের বিচারক আবুল কালাম আজাদ আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।