আসামি ছিনতাইয়ের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

হ্যান্ডকাপ পরিহিত দু’মাদক সম্রাটকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৫০ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার সকালে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করেছে।

জানা গেছে, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে বুধবার বিকেল তিনটায় আট সদস্যর একটি টিম কটকস্থল গ্রামের মাদক সম্রাট আবু জাফর আকনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ জাফর আকন (৪০) ও তার সহদর মাদক সম্রাট আবুল বাসার আকনকে (৩৫) আটক করা হয়। আটককৃতদের হ্যান্ডকাপ পরিয়ে মটরসাইকেলযোগে থানায় নিয়ে আসার সময় তাদের (আটককৃতদের) নিকট আত্মীয়রা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুর রব, সহকারী উপ-পরিদর্শক নবরঞ্জন ভদ্রসহ অন্যান্যদের পরিচয়পত্রসহ উদ্ধারকৃত ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও হামলাকারীরা সিপাহী মিজানুর রহমান (৩০), আমিনুল ইসলাম (৩৫), মটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৪৫), সোর্স সিহাব উদ্দিনকে (৩৮) কুপিয়ে জখম করে। এসময় হামলাকারীরা হ্যান্ডকাপ পরিহিত দু’জন আটককৃত মাদক সম্রাটকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে গৌরনদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির পাশ্ববর্তী এলাকা ঘেরাও করে অভিযান চালায়। এসময় পানের বরজ ও পরিত্যক্ত বাগান থেকে ১১ বোতল ফেনসিডিল, সিরিঞ্জসহ ২১ টি প্যাথেডিন ইনজেকশন, ফেনসিডিলের শতাধিক খালি বোতল উদ্ধার করে। পুলিশ হামলার ঘটনায় জুয়েল আকনকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য আইনে দুইটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। পরিচয়পত্র, আলামত, টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন নারীসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।