ত্রাণের টিন নিয়ে তেলেছমাতি কান্ড…!

থেকে তেলেছমাতি কান্ড শুরু হয়েছে। এ নিয়ে গ্রাম্য সালিশ বৈঠকেরও আয়োজন করা হয়। ইউপি সদস্য কর্তৃক ত্রাণের টিন আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের সময় ওই ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন হাওলাদার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের দিনমজুর হলধর রায়ের নামে এমপি কোঠায় ১বান ঢেউটিন বরাদ্দ করে। পরবর্তীতে ওই টিন তিনি (বেল্লাল)  নিজেই আত্মসাত করেন। দীর্ঘদিন এ ঘটনা চাঁপা থাকলেও গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা বাহীনির ভয়ে ইউপি সদস্য বেল্লাল আত্মসাতকৃত টিন স্থানীয় হাওলাদার বাড়ির জামে মসজিদে দিয়ে আসেন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের সময় বেল্লাল হাওলাদারের বংশীয় অপর প্রার্থী সেলিম হাওলাদারের পক্ষে মসজিদ কমিটির লোকজন হলধর রায়ের কাছে ভোট চাইতে গেলে বেল্লাল কর্তৃক ত্রাণের টিন আত্মসাতের ঘটনাটি বেরিয়ে আসে। এ নিয়ে শনিবার রাতে হাওলাদার বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সমাজসেবক হালিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে টিন বরাদ্দের তালিকা দেখে বেল্লালের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে ঘোষনা করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপারের সৃষ্টি হয়েছে।

রিপোর্ট করেছেন- দেলোয়ার সেরনিয়াবাত ও শামীম খান