উজিরপুরে গৃহবধুকে ধর্ষণের পর পিটিয়ে জখমের ঘটনায় মামলা

ধর্ষণের ঘটনা প্রকাশ করায় ধর্ষকের দলবল প্রকাশ্যে ধর্ষিতা ও তার মাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। স্থানীয়রা ধর্ষিতাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে রোববার রাশিদা বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে উজিরপুর থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করে।  

জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামের দিন মজুর ফারুক হোসেনের স্ত্রী রাশিদা বেগমকে গত ১৭ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেন তার স্বামী অসুস্থ হয়েছে বলে খবর দিয়ে তাকে ডাক্তার দেখানোর অজুহাতে ঘর থেকে বাহিরে একটি জঙ্গলের ভিতর নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় রাশিদা জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষক জাহাঙ্গীর ধর্ষিতাকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। নির্যাতনের শিকার রাশিদা পর দিন ঘটনা গ্রামবাসিকে জানালে জাহাঙ্গীর সরদার তার দলবল নিয়ে রাশিদার উপর অতর্কিত হামলা চালায়। বাড়িঘর ভাংচুর করে। এ সময় রাশিদার মা জামেনা বিবি মেয়েকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা তাকেও বেদম প্রহার করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উজিরপুর হাসপাতালে ভর্তি করলে সন্ত্রাসীরা হাসপাতালে এসেও মামলা না করার জন্য হুমকি দেয়।

(এজে/গৌরনদী ডট কম)