ক্যাম্পাসে কোন প্রেসক্লাব ও সাংবাদিক থাকবে না

গতকাল রোববার মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের ব্যানারে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, শাবি ক্যাম্পাসে কোন প্রেসক্লাব ও সাংবাদিক থাকতে পারবেনা।

ক্যাম্পাস সূত্র জানায়, দুপুর সাড়ে বারটায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকেরা মানববন্ধন করেন। দীর্ঘ বিশ মিনিট শেষে মানববন্ধনটি গ্রন্থাগার ভবনের সামনেই এক সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল গণির পরিচালনায় ও মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্ব্দ্ধু শিক্ষকবৃন্দের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইয়াসমীন হক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ক্যাম্পাসে কোন প্রেসক্লাব ও সাংবাদিক থাকতে পারবে না। তাঁরা আরও উল্লেখ করেন সিলেট প্রেসক্লাব বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দুই কিলোমিটার পথ, সেখানেই গিয়েই কাউকে নিউজ করতে হলে করবে। বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের কোন অস্তিত্ব থাকবে না বলেও তাঁরা ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের হুমকি প্রদান করেন।