ফেনসিডিল পাচারের সময় এক মহিলাসহ ছয়জন গ্রেফতার

পালরদী নদীর হোসনাবাদ এলাকায় ওৎপেতে থেকে স্পীড বোটে পাচারের সময় ৫ বস্তা ফেনসিডিলসহ পাচারকারী এক মহিলা ও ৫ জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে। অভিযানের সময় গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসির মোবাইল ফোন নদীর পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম একদল পুলিশ ও এলাকাবাসিদের নিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটা থেকে আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীর হোসনাবাদ এলাকায় ট্রলার নিয়ে ওৎপেতে থাকে। রাত এগারোটার দিকে স্পীড বোটে ফেনসিডিল পাচারের সময় পুলিশ তাদের গতিরোধের চেষ্টা চালায়। তাৎক্ষনিক মাদক ব্যবসায়ীরা স্পীড বোটটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার সময় থানার ওসি নুরুল ইসলাম ফিল্মিষ্টাইলে ট্রলার থেকে ঝাঁপ দিয়ে স্পীড বোটের ওপর পরেন। একপর্যায়ে ওসির দুরর্শীতায় স্পীড বোটটি আটক করা হয়। এসময় স্পীড বোট থেকে কয়েকজন মাদক ব্যবসায়ীরা নদীর পানিতে ঝাঁপিয়ে পরে পালানোর চেষ্টা করেন। পুলিশ ও স্থানীয়রা পাল্টা নদীতে ঝাঁপ দিয়ে নদীতে ঝাঁপিয়ে পরা মাদক ব্যবসায়ীদের আটক করে। স্পীড বোটের মধ্য থেকে ৫ বস্তা ফেনসিডিল, পাচারকারী এক মহিলাসহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত বারোটা) উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমান পাওয়া যায়নি।

(খোকন আহম্মেদ হীরা/গৌরনদী ডটকম)