অবশেষে পুলিশের খাঁচায় বন্দি আলোচিত ভূমিদস্যু মোশারফ

উপজেলার আলোচিত ভূমিদস্যু মোশারফ হোসেন সরদার। ওইদিন দুপুরেই গ্রেফতারকৃতকে পুলিশ আদালতে পাঠিয়েছেন।

জানা গেছে, বাগধা গ্রামের মোশারফ হোসেন সরদার দীর্ঘদিন থেকে একটি লাঠিয়াল বাহিনী প্রতিষ্ঠা করে এলাকার নিরিহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তাদের সহয় সম্পত্তি দখল করে আসছিলো। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি। গত মঙ্গলবার রাতের আধাঁরে লাঠিয়াল বাহিনীর সর্দার মোশারফ হোসেনের নেতৃত্বে তার ৩০/৩৫ জন সহযোগীরা বাগধা গ্রামের খোকন মীরের ব্লকের চাষী কমল হালদার ও রমল হালদারের ৬৬ শতক জমির প্রায় ৫০ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বুধবার বিকেলে চাষী কমল হালদার বাদি হয়ে মোশারফ সরদার, মোকলেচ সরদার, সাইফুল ইসলামসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

পুলিশ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি ও আলোচিত ভূমিদস্যু মোশারফ সরদারকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায় গ্রেফতারকৃত মোশারফের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলাসহ একাধিক মামলা রয়েছে।