বরিশালে বিজ্ঞান মেলা’র উদ্ধোধন

সপ্তাহ মেলা’র উদ্ধোধন করা হয়েছে। বিভাগীয় কমিশনার আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বিজ্ঞান মেলার উদ্ধোধন করেন।

বিভাগীয় কমিশনার বলেছেন আজকের বিশ্ব বিজ্ঞানের। পৃথিবীর যত দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তা বিজ্ঞানের বদৌলতে। তিনি আরো বলেন বিজ্ঞানের চর্চার জন্য আমাদের কাজ গুলোকে বৈজ্ঞানিক প্লানের আলোকে করতে হবে।

‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য ডিজিটাল বাংলাদেশ সকলের জন্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মেলার উদ্ধাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পলাশ কান্তি বালা, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আরিফ-উর-রহমান। মেলায় ৩৩ টি স্টলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তুলে ধরা হয়েছে।
(এজে/গৌরনদী ডটকম)