গৌরনদী কলেজের মেধাবী ছাত্র বিভূতী অধিকারীকে সংবর্ধনা প্রদান
চলতি বছরের অনার্স হিসাব বিজ্ঞান পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয়স্থান অধিকারকারী সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র বিভুতী রঞ্জন অধিকারীকে গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সহযোগী অধ্যাপক কুতুবউদ্দিন আইবেক। বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাধারন সস্পাদক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, কাজল হাওলাদার, ইমরাত খান, হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র আসাদুজ্জামান রাসেল, বিন্দু দাস পান্ডে, জ্বগদ্বিশ মন্ডল, সংবর্ধিত কৃতি ছাত্র বিভূতী রঞ্জন অধিকারী প্রমুখ।