পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

গতকাল পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য  একটি অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে। এ বিশ্ববিদ্যালয়ের সেশনজট প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এ অবস্থা অব্যাহত রাখার জন্য ছাত্রছাত্রীসহ সকলকে ভূমিকা রাখতে হবে। ক্যাম্পাসে এমন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যাতে শিক্ষা কার্যক্রম ব্যহত হয়।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় দেশের একটি অনুকরণীয় গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপ্রাণ প্রচেষ্ঠা অব্যাহত ছিল এবং থাকবে। অনুষ্ঠানের শুরুতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নতুন ওয়েব সাইটের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন।

বিভাগীয় প্রধান, জনাব এস এম হাসান জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, জনাব দিলারা রহমান, সহযোগী অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব জায়েদা শারমিন, সহকারী অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, পি এস এস সমিতির সাধারণ সম্পাদক জনাব মমিনুল হক। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব এস এম নুরুল আমীন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।