৪৭ দিন কারাবাসের পর মুক্তি পেল লিমন

বিকাল ৪টা ৫৫ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসারত ছিল লিমন গেট থেকে বেরিয়ে আনন্দের কান্নায় ভেঙ্গে পড়ে। ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজা তারিক আহমেদ সোমবার দুপুরে আদালতের আনুষ্ঠানিকতা শেষে তাকে জামিন আদেশ দেন।

গত ২৩ মার্চ রাজাপুরের ক্রাইমজোন খ্যাত সাতুরিয়ায় র‌্যাবের গুলিতে লিমন আহত হয়।  ২৬ মার্চ জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন অপারেশনের মাধ্যমে তার বাম পাঁ হাটুসহ কেটে ফেলা হয়। এ ঘটনায় সারাদেশে মিডিয়া, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন পেশাজীবীরা সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে আসছে লিমনকে দীর্ঘদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশ গত ৩ মে ঝালকাঠির আদালতে আনে। আদালতের বিচারক লিমনকে কারাগারের মাধ্যমে উন্নত চিকিৎসার নির্দেশ দেন। পরদিন লিমনকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়।  

এদিকে র‌্যাব লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও সরকারী কাজে বাঁধাদানের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। ইতিমধ্যে একটি মামলায় পুলিশ লিমনের বিরুদ্ধে চার্জশীটও প্রদান করেছে। অপর মামলাটি তদন্তনাধীন রয়েছে।