বরিশাল শিক্ষা বোর্ডের দায়িত্বহীনতা

এটা কি করে সম্ভব ?” কথাটি বলছিলো এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী বীনা মৌরি। একইভাবে জানায় শিক্ষার্থী রবীন বিশ্বাস, মিঠুন জয়ধর, বেলাল মোলা, জাকিয়া ইসলাম, সাগর আহম্মেদ, যুথী ইয়াসমিনসহ আরো অনেকে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনস্থ গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়, আগৈলঝাড়ার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় ও বিএইচপি একাডেমী থেকে অনিয়মিত (কেজুয়াল) পরীক্ষার্থী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলো উলে¬খিত শিক্ষার্থীরা। তারা গতবারের অকৃতকার্য্য একটি বিষয়ের ওপর এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও শিক্ষা বোর্ডের দায়িত্বহীনতায় ফলাফলে অন্য বিষয়ে তাদের অকৃতকার্য্য দেখানো হয়েছে। ফলে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হতাশাগ্রস্থ হয়ে পরেছেন।

টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক জানান, গত বছরের এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে বেলাল মোলা গণিত পরীক্ষায় অংশগ্রহন করলেও বোর্ডের ফলাফলে তাকে হিসাব বিজ্ঞানে, জাকিয়া ইসলাম ইংরেজী ও সাধারন বিজ্ঞান সাবজেটে পরীক্ষা দিলেও তাকে ইসলাম ধর্মে অকৃতকার্য্যসহ স্কুলের ১০ জন শিক্ষার্থীকে এভাবেই অকৃতকার্য্য দেখানো হয়েছে। এছাড়া ব্যবসায়ী শাখার শিক্ষার্থী সাগর আহম্মেদকে বোর্ডের ফলাফলে অকৃতকার্য্য দেখানো হলেও ইন্টারনেটের প্রকাশিত ফলাফলে তাকে কৃতকার্য্য দেখানো হয়। আগৈলঝাড়া উপজেলার কোদালধোয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বীনা মৌরি ইতিহাস সাবজেটে পরীক্ষা দিলেও তাকে সাধারন বিজ্ঞানে, আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর শিক্ষার্থী মিঠুন জয়ধর ইংরেজী পরীক্ষায় অংশগ্রহন করলেও তাকে ভূগোলে অকৃতকার্য্য দেখানো হয়। বোর্ডের প্রকাশিত ফলাফলে একই বিদ্যালয়ের পরীক্ষার্থী রবীন বিশ্বাসকে অকৃতকার্য্য দেখানো হলেও ইন্টারনেটের প্রকাশিত ফলাফলে রবীনকে কৃতকার্য্য দেখানো হয়।  

এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি ভুলের সত্যতা স্বীকার করে বলেন, সারর্ভার সমস্যার কারনে প্রকাশিত ফলাফলে কিছুটা ত্র“টি হয়েছে। দু’একদিনের মধ্যেই সঠিক ফলাফল প্রকাশ করা হবে বলেও তিনি উলেখ করেন।