সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, ৪ ঘণ্টা সড়ক অবরোধ

সোহেল গাজী (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় ৩টি বাস ভাঙচুর করা হয়। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে । নিহত স্কুলছাত্র সোহেল গাজী ঝালকাঠীর নলছিটি উপজেলার ভরতকাঠী জিআর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। সে নলছিটি উপজেলার দক্ষিণ তিমিরকাঠী এলাকার দিনমজুর মোক্তার গাজীর ছেলে।

নলছিটি থানার এসআই নজরুল ইসলাম জানান, দুপুরে তিমিরকাঠি কালু মিয়ার বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল সোহেল। এ সময় পটুয়াখালী থেকে যাত্রীবাহী অজ্ঞাতনামা একটি বাস সোহেলকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়কের বিভিন্নস্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। অবরোধের সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী ৩টি বাসে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ জনতা। অবরোধের কারণে ঘটনার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ খবর শুনে উপজেলা চেয়ারম্যান বিকে মোস্তাফিজ, নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধদের শান্ত করে অবরোধ তুলে দেন।

তাৎক্ষণিকভাবে নিহত সোহেলের পরিবারকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি ৪০ হাজার টাকা, উপজেলা চেয়ারম্যান বিকে মোস্তফিজ ১০ হাজার টাকা, চেয়ারম্যান বাবুল মৃর্ধা ১০ হাজার টাকা ও চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ফিরোজ ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থ সহায়তা দেন। পরে বিনা ময়না তদন্তে সোহেলের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।