বরিশালে মা উৎসবের আয়োজন

‘মা উৎসব’। শিশু একাডেমি, শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (ইএলসি ডি) প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ,আগামী’র আয়োজনে এবং  বরিশাল সিটি কর্পোরেশন ও ইউনিসেফের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এ উৎসবকে ৪ পর্বে ভাগ করা হয়েছে। প্রথমদিনে উৎসবের উদ্বোধন করবেন শিশু একাডেমির পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব ফাগ্লুনী হামিদ। প্রধান অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। বেলা ১১টা ৪০মিনিটে ‘শিশু অধিকার , শারিরীক বৃদ্ধি ও মানসিক বিকাশে পরিবার ও সমাজের ভূমিকা’ শীর্ষক অরিয়েন্টেশন সভা। দুপুর আড়াইটায় দ্বিতীয় পর্বে মায়েদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গল্প গানে ছন্দকথা’। বিকেলে অরিয়েন্টেশন ‘শিশুর ইনজুরি প্রতিরোধে মা ও সমাজের ভূমিকা।’

দ্বিতীয় দিনে মায়েদের অংশগ্রহনে মিনি ম্যারাথন,মায়ের মুখে শিশুর ছড়া বলা ও সংঙ্গীত প্রতিযোগিতা এবং আমার শিশুকে ঘিরে আমার স্মরনীয় দিন শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা , শিশু উন্নয়নে চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম।