বাকেরগঞ্জে ছাত্রলীগের দফায় দফায় সংর্ঘষে আহত ১৫

নিয়ে বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দু’গ্রুপ শহরে সশস্ত্র মহড়া দিচ্ছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বাধীন ক্যাডাররা উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে তান্ডব চালিয়েছে। ক্যাডাররা পাল্টা কমিটির গ্রুপের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে। এমনকি তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর ভাঙচুর করেছে। দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ পুরাতন থানার বালুর মাঠের সামনে সাইফুল, সুমন ডাকুয়া, মিরাজ ও সোহেল রানাসহ ৩০/৪০জন ক্যাডার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান রুবেল’র ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা রুবেলকে বেধরক মারধর করে। সাহেবগঞ্জ বাজারে আরেক ছাত্রলীগ নেতা অসিম ফকিরকে পিটিয়ে গুরুতর আহত করেছে সাইফুল নেতৃত্বাধীন বাহিনী। তারা সাইফুল সমর্থক ছাড়া অন্য কোন ছাত্রলীগ নেতাকে বাকেরগঞ্জে থাকতে দিবেনা বলেও হুমকি দিয়েছে। এরপর পাল্টা কামিটির উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাহান গ্রুপও সংঘবদ্ধ হয়ে সাইফুল সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছে সাইফুল সমর্থক আবুল কালামসহ বেশ কয়েকজন। এদের মধ্যে ছাত্রনেতা আবুল কালামকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বালা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি সৈয়দ রবিউল জানান, দুই গ্রুপের হামলা পাল্টা হামলার খরব শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পৌর শহরের গুরুত্বপূর্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে।