শাবিতে শিক্ষকদের ওয়ার্কশপ সমাপ্ত

সপ্তাহ ব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সমাপনী ও ৬ষ্ঠ ACADEMIC INNOVATION FUND (AIF) MOBILISATION WORKSHOP অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন বলেন, গবেষণা প্রকল্প তৈরি করার সময় স্থানীয় সমস্যাকে প্রাধান্য দেওয়া উচিৎ। এতে প্রকল্পপ্রাপ্তির পাশাপাশি এসব সমস্যার দুরীভুত হবে। তিনি গবেষণা প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ. ক. ম. মাহবুবুজ্জামান এবং রিসোর্স পারসন ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুশান্ত কুমার দাস। ওয়ার্কশপে অর্থনীতি, সমাজকর্ম, ব্যবসা প্রশাসন এবং ফুড ইঞ্জিয়ানিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।