গতকাল থেকে শুরু হয়েছে দু’দিনব্যপী মা উৎসব। স্থানীয় প্লানেট ওয়ার্ল্ড শিশু পাকের্র এ উৎসবে নগরীতে বিপুল সাড়া ফেলে।
গতকাল সকালে উৎসবের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব ও শিশু একাডেমির পরিচালক ফাল্গনী হামিদ। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ এবং বিশেষ অতিথি ছিলেন ইএলসিডির প্রকল্প পরিচালক মোঃ নুরুজ্জামান, ইউনিসেফের ফিল্ড অপারেশণ চিফ মোঃ বাইলর জাল্লোহ। সভাপতিত্ব করেন সিটি করপোরেশণের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস।
উৎসবের প্রথম দিনে গতকাল শিশু অধিকার, শারিরীক বৃদ্ধি ও মানসিক বিকাশে পরিবার ও সমাজের ভূমিকা শীর্ষক অরিয়েন্টশন প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস এবং মায়েদের অংশগ্রহনে ম্যাগাজিন অনুষ্ঠান ‘গল্প গানে দ্বন্দ্ব কথা’, ও শিশু ইনজুরি প্রতিরোধে মা ও সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিশু বিষেষজ্ঞ ডাঃ সৈয়দ জাহিদ হোসেন।
আজ শনিবার শেষদিনে সকালে মায়েদের অংশগহনে মিনি ম্যারাথন, মায়েদের মুখে শিশু ছড়া ও গল্প বলা প্রতিযোগীতা, আমার শিশুকে ঘিরে স্মরনীয় দিন শীর্ষক বক্তৃতা প্রতিযোগীতা এবং শিশু উন্নয়ন চলচ্চিত্র প্রদর্শণী হবে। সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম।