আদালতের নির্দেশ অমান্য এক দিনমজুরের সম্পত্তি জবর দখল

রায় নিজেদের পক্ষে নেয়ার জন্য আগৈলঝাড়ায় এক দিনমজুরের সম্পত্তি জবর দখল করে পাকা ভবন নির্মান চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এঘটনায় ওই দিনমজুর পুলিশের শরনাপন্ন হয়েও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে। ওই গ্রামের দিনমজুর চাঁন মিয়ার অভিযোগে জানা গেছে, তার পৈত্রিক সম্পত্তিতে একই বাড়ির প্রভাবশালী মোবারক হোসেন বেপারীর ছেলে জাকির বেপারী জবর দখল করে স্থায়ী পাকা ভবন নির্মান করছেন। গ্রম্য মিমাংশা না হওয়ায় চান মিয়া বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ওই জমির উপর স্থিতি অবস্থার আবেদন করে একটি মামলা করেন। যার নং-এমপি ১০১/১১।

গত ১৮ এপ্রিল বিজ্ঞ আদালত পরবর্তি তারিখ পর্যন্ত স্থিতাবস্থা জারি করে ওই তারিখে ১০২ নং স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আগৈলঝাড়া থানায় প্রেরণ করেন। থানা অতিরিক্ত ভারপাপ্ত কর্মকর্তা এসআই জসিম উদ্দিন এক এএসআইর মাধ্যমে ২০ এপ্রিল আদালতের নির্দেশ সংবলিত একটি নোটিশ বাদী-বিবাদীকে দেয়। আদালতের নির্দেম অমান্য করে পুলিশকে ম্যানেজ করে বিরোধিয় জমিতে জাকির বেপারী পাকা ভবন নির্মান অব্যাহত রেখেছে।

চান মিয়া অভিযোগ করেন, আগামী ২৯ মে আদালতে শুনানীর তারিখ, তাই দখল দেখিয়ে আদালতের রায় পক্ষে নেয়ার জন্য পুলিশকে মোটা অংকের উৎকোচ দিয়ে ম্যানেজ করে নিয়েছে জাকির। লোক দেখানোর জন্য এসআই  জসিম একবার গিয়ে কাজ বন্ধ করার কথা বলে আসলেও তারা ঠিকই কাজ করে যাচ্ছে। তাই পুলিশ সব জেনেও কাজ বন্ধ করছেনা। এব্যপারে এসআই  জসিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের কাগজ পেয়ে তারা নোটিশ দিয়েছে,বিবাদী কাজ বন্ধ না করলেকি পুলিশ দাড়িয়ে থেকে কাজ বন্ধ করবে ? যদি বিবাদীরা আদালতের নির্দেশ না মেনে কাজ চালিয়ে যায় তবে বাদী পরবর্তী তারিখ আদালতকে তা জানাবে। আদালত পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ সে রকম রিপোর্ট দেবে।