লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান উৎসব

দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী পৌর সদরের ৪ ও ৫ নং ওয়ার্ডের লোকনাথ মন্দির এলাকাকে বর্নিল সাজে সাজানো হয়েছে।

৫ নং ওয়ার্ডের লোকনাথ বাবা সেবা মন্দিরের সাধারন সম্পাদক খোকন চন্দ্র কর্মকার জানান, গত ২৬ মে বাল্যভোগ, শ্রীমৎগীতা পাঠের মাধ্যমে ৯ দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। আগামি ৩ জুন ভোগরাগ, মহাউৎসব ও মহাপ্রসাদ বিতরনের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হবে। ৪ নং ওয়ার্ড দাসপাড়া দক্ষিণ পালরদী লোকনাথ মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক গুরুদাস দাস জানান, আগামি ২৯ মে থেকে ৩ জুন পর্যন্ত ৬ দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। এরমধ্যে রয়েছে পদাবলী কীর্তন, শ্রীমৎ ভাগবৎ পাঠ, ভোগরাগ, মহাউৎসব ও মহাপ্রসাদ বিতরন।