বলেন আপনার হুমকিতে আওয়ামীলীগ পদত্যাগ করবে না। আওয়ামীলীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। গনমানুষের অগ্নিপরীক্ষায় আওয়ামীলীগ বারবার উত্তীর্ণ হয়েছে। একথা বললেন গতকাল আগৈলঝাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তী চাষীদের মাঝে সার বিতরণ কালে। তিনি আরোও বলেন বাংলাদেশের একইঞ্চি জমিও অনাবাদী রাখতে চাই না আমরা। সারের জন্য বিগত সরকারের সময় কৃষকেরা হাহাকার করেছেন। সারে জন্য কৃষকের বুকে গুলি চালানো হয়েছে। আজ আমরা জনগণের সরকার প্রমান করেছি প্রতিটি কৃষকের ঘরে ঘরে সার পৌছে দিয়ে। কৃষকেরা আজ সময় মত সার পেয়ে জমিতে অধিক ফসল ফলিয়ে দেশের খাদ্য ঘাটতি পূরণ করেছেন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি বছরের উফশী জাতের আউশ-আমন ধান চাষের সহায়তার জন্য বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিআরডিবি হলরুমে সার বিতরণী ও উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেন্দ্র নাথ বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার প্রমুখ। সভা শেষে উপজেলার ৫টি ইউনিয়নের ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি বিনামূল্যে ২০কেজি ইউরিয়া, ১০কেজি টিএসপি ও ১০কেজি পটাশ সার বিতরণ করেন ।