সংবর্ধনা অনুষ্ঠান গণসংবর্ধনায় পরিনত

 জহিরের সাংবাদিকতায় ৩০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সকালে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান গণসংবর্ধনায় পরিনত হয়। অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিক জহিরকে ফুলের তোরা উপহার দিয়ে সংবর্ধিত করেন গৌরনদী ডটকম, নাগরিক পরিষদ, ছাত্র সংসদ, শিশু একাডেমী, অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি, বন্ধুসভা, ইউসিসি লিঃ, সু-শাসনের জন্য নাগরিক (সুজন), আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। পরে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

প্রায় দু’ঘন্টাব্যাপী সংবর্ধনা শেষে আলোচনা সভায় পলাশ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি পটুয়াখালী কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থনীতিবীদ প্রফেসর নুর মহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম সরকারী গৌরনদী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপাধ্যক্ষ ও গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর ফ.ম শামছুল আলম। বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মনিরুল হক, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, কাল্বের ডিরেক্টর রাসেদুজ্জামান ঝিলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, পপুলার লাইফ ইন্সুরেন্সের ডিজিএম মনিরুজ্জামান চুন্নু প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৮০ সালের প্রথম দিকে সখের বসে একটি সাপ্তাহিক পত্রিকার গৌরনদীর নিজস্ব সংবাদদাতা হিসেবে সাংবাদিকতার জগতে পা রাখেন জহুরুল ইসলাম জহির। ১৯৮২ সালের জানুয়ারি মাসে তৎকালীন সময়ের বহুল প্রচারিত দৈনিক আজাদ পত্রিকার গৌরনদী সংবাদদাতা হিসেবে জাতীয় দৈনিকে কাজ শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।