সকালে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমকালের স্থানীয় সুহৃদ সমাবেশের উদ্যোগে সকাল এগারোটায় প্রেসক্লাব চত্বর থেকে বনার্ঢ্য র্যালী বের করে গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালী শেষে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র এস.এম ফিরোজ রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, সুহৃদ সমাবেশের গৌরনদী শাখার সভাপতি আমিন মোল্লা প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সুহৃদ সমাবেশের সদস্য রাজা রাম সাহা। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।