তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজানো ও নেতৃত্ব বিকাশের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রতিটি কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।
কাউন্সিলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে আক্কাচ আলী সরদার সভাপতি, হালিমুজ্জামান হালিম সাধারন সম্পাদক, রাজিহার ইউনিয়নে বিজয়কৃষ্ণ রায় সভাপতি, উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদার সাধারন সম্পাদক, বাকাল ইউনিয়নে চিত্তরঞ্জন মিত্র সভাপতি, মকবুল হোসেন পাইক সাধারণ সম্পাদক, বাগধা ইউনিয়নে এ.আর ফারুক বখতিয়ার সভাপতি, মোঃ ইউনুস মিয়া সাধারন সম্পাদক, রতœপুর ইউনিয়নে অমিয় লাল চৌধুরী সভাপতি, মোঃ মোস্তফা সরদার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।