বরিশালের গৌরনদীতে গতকাল রবিবার পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় একটি বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ৯ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার মাহিলাড়া গ্রামের মাসুম খন্দকার ও তার লোকজনে হামলা চালিয়ে আহত করে একই গ্রামের কাঁলা চাঁদ শীল, গৌতম শীল, ওয়াশিম শীল, অথৈ রানী, ক্ষমা রানীসহ ৭ জনকে। এ সময় হামলাকারীরা ওয়াশিমের বসত ঘর ভাংচুর করেছে বলে ওয়াশিম অভিযোগ করেন। একইদিন পূর্বশত্র“তার জের ধরে সাওড়া গ্রামের মিজান হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনে হামলা চালিয়ে আহত করে একই গ্রামের রফিকুল ইসলামকে। এছাড়াও প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন দক্ষিণ পালরদী গ্রামের রাবিয়া বেগম, উত্তর বিজয়পুরের স্বজল, মিনু বেগম, ধুরিয়াইল গ্রামের বকুল বেগম, পূর্ব ডুমুরিয়া গ্রামের রফিকুল ইসলাম, রাংতা গ্রামের মনির বেপারী, চেংগুটিয়া গ্রামের খাদিজা বেগম।