বরিশালে বৃত্তি পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশ

পরীক্ষার ফলাফল। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক জেএসসি পরীক্ষার ফলাফলের উপর বৃত্তি প্রদান কারার কথা থাকলেও পরীক্ষা সমাপ্ত হওয়ার ৬ মাস সময় অতিবাহিত হলেও প্রকাশিত হয়নি বৃত্তির ফলাফল।  সংশ্লিটদের বিষয়টি নিয়ে কোন চিন্তা ভাবনা না থাকার ফলে বৃত্তি পাওয়া নিয়ে শঙ্কায় ভূগছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলে চলতি মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা না হলে বৃত্তির টাকা ফেরৎ যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

সূত্রমতে, ২০১০ সালের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের ৭৫ হাজার পরীক্ষার্থীর ৮২ শতাংশই উর্ত্তিন হয়েছে। এতে ৫ শতাধিকের বেশী জিপিএ ৫ পেয়েছে। বিগত সময়ে মে মাসের মধ্যে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হত। কিন্তু এ বছর বৃত্তির প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়া এবং বোর্ডওয়ারী কোঠা বন্টন না হওয়ায় বৃত্তির ফলাফল আপাতত স্থগিত রয়েছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক কাজী মনোয়ার হোসেন জানান, জিএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হয়। এ বছরও প্রদান করা হবে। হয়ত দু-চার দিন আগে আর পরে। শিক্ষাবোর্ডের চেয়াম্যান বিমল মজুমদার জানান, অর্থ প্রক্রিয়া সম্পন্ন চলতি মাসের মধ্যেই আশা করি হয়ে যাবে এবং এরপর পরই এই মাসের মধ্যে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।