আলীকদমে নির্বাচনী প্রচারণায় মুখর দু’ইউনিয়ন

পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৮ জুন। নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থীদের বিরামহীন প্রচারণায় গ্রাম জনপদ এখন উৎসুক জনতার পদচারণায় মূখরিত হয়ে উঠেছে। সমর্থিত প্রার্থীদের সমর্থক ও কর্মীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চেয়ে প্রত্যন্ত গ্রামজনপদ চষে বেড়াচ্ছেন। প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। বিগত দিনের  অন্যসব নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করেছে। এবার সমাজিক ও রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত প্রভাবশালী ব্যক্তিরাই নির্বাচনে নেমেছেন। তবে দুই ইউনিয়নেই ত্রিমূখী লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন। চেয়ারম্যান পদে রাজনৈতিকভাবে পরিচিতদের জয়ী হওয়ার সম্ভবনা বেশী। তবে মেম্বার প্রার্থীদের রাজনৈতিক সর্মথন তেমন বেশী গুরুত্ব আসছে না ভোটারদের কাছে। ব্যক্তিগত ইমেজই প্রাধান্য পাচ্ছে এখানে। ভোটারদের খুব কাছাকাছি যাওয়ার চষ্টা করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ের জন্য কোন প্রচেষ্টায় থেমে নেই। তারপরও শেষমেষ যিনি ভাটারদের মন জয় করতে পারবেন তিনি হবেন ইউনিয়ন পরিষদের কান্ডারী। দূর্গম কেন্দ্র সমুহে হেলিকেপ্টার ব্যবহার করা হবে বলে জানা গেছে।
 

১নং আলীকদম ইউনিয়ন
১নং আলীকদম ইউয়িন পরিষদে চেয়ারম্যান পদে লড়ছেন ৬জন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি ফরিদ আহামদ, শ্রমিক লীগের সাবেক সভাপতি বাদশাহ মিয়া, জেএসএস নেতা মংসানু মারমা ও আলীকদম জেএএস সাধারণ সম্পাদক চাহ্লা মং মারমা। ভোটারদের ভাষ্য মতে মূল লড়াই হবে তিন জনের মধ্যে। ত্রিমূখী লড়াই হবে দুই প্রভাবশালী দুই আ’লীগ নেতা মোজাম্মেল হক, জামাল উদ্দিন ও বিএনপি সমর্থিত প্রার্থী ফরিদ আহমদের মধ্যে। জেএএস এর দু’জন প্রার্থী থাকায় উপজাতীয় ভোটাররা বিভ্রান্তিতে রয়েছেন বলে জানা গেছে। অবশ্যই এ নির্বাচনে দুই জেএসএস নেতা প্রতিদন্ধিতা করার মধ্যে দিয়ে নিজের বিভেদকে আরো বেশী জনসম্মূখে প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন উপজাতীরা। এ ইউনিয়নে ওয়ার্ড মেম্বার পদে প্রতিদন্ধিতা করছেন ৩৯জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১জন।

 

২নং চৈক্ষ্যং ইউনিয়ন
২নং চৈক্ষ্যং ইউয়িন পরিষদে চেয়ারম্যান পদে লড়ছেন ৫জন প্রার্থী। এরা হলেন চৈক্ষ্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রুথোয়াই অং মারমা, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক রবিদয় তঞ্চঙ্গ্যা প্রু, বিএনপি সমর্থিত তিন প্রার্থী জুলফিকার আলী ভূট্টো, মোঃ ফরিদুল আলম ও জয়নাল আবেদিন। সচেতন মহলের মতে মূল লড়াই হবে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত প্রার্থী জুলফিকার আলী ভট্টো ও জয়নাল আবেদীনের মধ্যে। ত্রিমূখী লড়াইয়ে মূখোমূখী হবেন আ’লীগ নেতা প্রুথোয়াই অং মারমা ও বিএনপি নেতা জুলফিকার আলী ভূট্টো ও জয়নাল আবেদীনের মধ্যে। এ ইউনিয়নে ওয়ার্ড মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪৫জন ও সংরক্ষিত মহিলা আসনে রয়েছেন ১৪জন।