কালের বির্বতনে রাইচমিল (ধান ভাঙ্গার মেশিন) আবিস্কার হওয়ার পর গৃহকর্তারা রাইচ মিলে ধান নিয়ে ধান ভাঙ্গিয়ে চাল করে আনতেন। বর্তমানে ডিজিটাল যুগে গ্রামের কতিপয় যুবকেরা ডিজেলচালিত মেশিন দিয়ে ভ্রাম্যমান রাইচমিল বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের বাড়িতে বাড়িতে। ফলে পূর্বের ন্যায় ধান ভাঙ্গতে এখন আর গৃহকর্তাদের প্রয়োজন হয়না। গৃহবধূরাই বাড়িতে বসে ইচ্ছেমতো ধান ভাঙ্গিয়ে রাখছেন ভ্রাম্যমান রাইচমিলে। ছবিটি আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত বারপাইকা গ্রাম থেকে তুলেছেন আমাদের গৌরনদী ডটকম সম্পাদক খোকন আহম্মেদ হীরা।