বরাদ্দকৃত ৩ একর ৩৪ শতক জমি মাদারীপুর জেলার খাসজমির বন্দোবস্তের কাগজপত্র দেখিয়ে দখল করে নিয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ভূমিদস্যুরা। জমি বরিশালের কিন্তু ভূমিদস্যুদের কাগজ মাদারীপুরের এ নিয়ে পুলিশ প্রসাশন ও সুধী সমাজের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সম্প্রতি বিভিন্ন দৈনিকে এ নিয়ে একটি সচিত্র সংবাদ প্রকাশের পর পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের টনক নড়ে। প্রকাশিত সংবাদের সূত্রধরে পুলিশের সদর দপ্তর থেকে বিষয়টি তদন্তের জন্য গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেয়া হয়। গত ৯ জুন গৌরনদী থানার এস.আই অসীম কুমার সিকদার উপজেলার পিঙ্গলাকাঠী এলাকার ১৭টি ভূমিহীন পরিবারের সদস্য ও ভূমিদস্যু এচাহাক বেপারী, মোশারফ বেপারীসহ এলাকার লোকজনদের থানায় তলব করেন।
এস.আই অসীম কুমার সিকদার জানান, তিনি জমির বৈধ কাগজপত্র দেখতে চাইলে ভূমিহীনরা বরিশাল জেলা প্রসাশক কর্তৃক প্রদত্ত দলিল, খাজনার রশীদসহ অন্যান্য কাগজপত্র দেখান। প্রতিপক্ষরা প্রাথমিক ভাবে তাদের কাছে মাদারীপুরের বন্দোবস্তের কাগজপত্র আছে বলে জানিয়ে তিনদিনের সময় নেন। পরবর্তীতে তারা আর কোন কাগজপত্র দেখাতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০০ সনে তিন দফায় ১৭টি ভূমিহীন পরিবারের মাঝে সরকারী ভাবে গৌরনদীর পালরদী নদীর তীরে জেগে ওঠা পিঙ্গলাকাঠী মৌজার খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছিলো।