সর্মথনে বের হওয়া মিছিলে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এত দুই ছাত্র দল কর্মী আহত হয়েছে। আহতরা হল রাজা(২৯) ও রাসেল(২২)। তবে কে বা কারা মিছিলে বোমা নিক্ষেপ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানাগেছে, রাত সাড়ে ৮টা থেকে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যেগের নগরীর নাজির মহল্লায় নেতা-কর্মীরা জড়ো হয়। রাত পোনে ৯টার দিকে নাজির মহল্লা থেকে মিছিলটি বাকলার মোর অতিক্রম করতেছিল। এসময় মিছিলের নেতা-কর্মীদের টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়। বোমার বিস্ফোরনে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নেতা-কর্মীরা দিগি¦-বিদিক ছোটাছুটি শুরু করে।
জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন জানান, হরতালে সমার্থনে বের হওয়া শান্তিপূর্ন মিছিল পন্ড করে দিতে এক কুচক্রি মহল বোমা নিক্ষেপ করছে। বোমা বিস্ফোরনের পর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নেতা-কর্মীরা নিরাপদে অবস্থান নিয়েছে। তিনি জানান, মিছিলে বোমা নিক্ষেপের ঘটনা ন্যাক্কারজনক। পুলিশ মিছিলের পিছনে ছিল। বোমা বিস্ফোরনের বিষয়টিও তারা অবগত। তিনি আরো জানান আহত দু’ ছাত্রদল কর্মী প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে বিএমপি পুলিশ ছাত্রদলের মিছিলে বোমা হামলার বিষয়টি জানেন না বলে এ প্রতিবেদকে জানিয়েছেন। পুলিশের বক্তব্য হয়তবা ছাত্রদল একটি নাটক সাজিয়েছে।
বরিশাল কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ছাত্রদলের মিছিলে বোমা বিস্ফোরনের ঘটনা আমার জানা নেই। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, মিছিলে বোমা বিস্ফোরনের কোন খবর পাইনি।