ভাংচুরের মামলায় কালকিনিতে ৮জন আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা আদালতে হাজির হতে গেলে তাদের গ্রেফাতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরে কয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদ্বয় কামরুল হাসান নুর মোহাম্মাদ মোল্লা ও জাকির হোসেন সিকদারের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলায় ১০জন আহত ও স্থানীয় আওয়ামীলীগের কার্যলয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি ভাংচুরের ঘটনা ঘটে। এতে ওই দিনই রাতে আওয়ামীলীগ নেতা জাকির হোসেন সিকদার বাদী হয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ মোল্লাসহ ৮৮জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা দায়ের করে। এই মামলায় আজ দুপুরে মাদারীপুর আদালতে হাজির হতে গেলে কোর্ট চত্ত্বর থেকে ডিবি পুলিশ আব্বাস(২৫), বাদশা(৩০) রিয়াজ(৩২), জাকির(৩৩), মুরাদ(২২), রাকিব(২০) ও বায়েজিদ(২০)সহ ৮জনকে আটক করে। গ্রেফতাকৃতদের কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।