ঠক..ঠক…ঠক্কর…..!

আরে ঠক্কর কি বুঝলেন না। দেখতে গুই সাপের (আঞ্চলিক ভাষায় গুইল) মতো। তবে অতো বড় নয়। আকারে একটু ছোট। কিছুক্ষন পর পর ডাক দেয় ঠক..ঠক…ঠক্কর….! থাকে গাছের গর্তের মধ্যে। ভাই বলেন না, কোথাও কি এই ডাক শুনেছেন। প্রয়োজনে কিছু টাকা দিবো, তার পরেও বলেন না কোথাও ঠক্কর দেখেছেন। বিশেষ সর্তকতা অবলম্বনের মধ্যে ও নানা অজুহাত দেখিয়ে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ডে বসে এভাবেই কথাগুলো বলছিলো বিল্লগ্রামের হারুন সরদার (২৮) নামের এক যুবক। এ কথা শুধু হারুনের একারই নয় এভাবেই গত দশদিন ধরে ঠক্করের সন্ধানে নেমেছে গৌরনদীর অসংখ্য যুবকেরা।

ঠক্কর নিয়ে বিশেষ এক অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য, নাম প্রকাশ না করার শর্তে একাধিক যুবকেরা জানিয়েছেন, তিন’শ পঞ্চাশ গ্রাম ওজনের একটি জীবিত ঠক্কর (গিরগিটি) ধরতে পারলে ২০ লক্ষ টাকায় বিক্রি করা যাবে। আর ঠক্করের সঠিক সন্ধান দাতাকে দেয়া হবে ২ লক্ষ টাকা। ঠক্কর ক্রয়ের জন্য ঢাকায় বসবাসরত গৌরনদীর একাধিক ব্যক্তিরা ছুটে এসেছেন গ্রামের বাড়িতে। সূত্রমতে, বিষাক্ত এ গিরগিটি (আঞ্চলিক ভাষায় ঠক্কর) মানুষকে কামড় দিলে সে তিন থেকে চার সেকেন্ড বেঁচে থাকে, পরবর্তীতে সে মারা যায়। বিশেষ কৌশলে ফাঁদ পেতে ঠক্কর ধরা হয়। সূত্রে আরো জানা গেছে, বিষাক্ত এ ঠক্কর ক্রয়ের জন্য ফ্রান্স থেকে ঢাকায় লোক এসেছেন। তারা ঠক্কর দিয়ে বিষাক্ত কেমিক্যাল অথবা ঔষধ তৈরি করবেন।

উপজেলার শাওড়া গ্রামের অনিল দাস জানান, ৭/৮ জন যুবকেরা গত ১৫ জুন তাদের এলাকার গাঙ্গুলী বাড়ির শিব মন্দিরের ওপরের সবচেয়ে পুরনো বটগাছে ঠক্কর ধরার জন্য আসে। সু-বিশাল বট গাছ থেকে বিশেষ কৌশলে একটি ঠক্কর ধরে নামার সময় এক যুবক পা পিছলে গাছ থেকে পরে গুরুতর আহত হয়। এ সুযোগে ঠক্করটি অবমুক্ত হয়ে যায়। আধুনা গ্রামের হানিফ আকন জানান, তাদের গ্রামের কতিপয় যুবক ওই এলাকার একটি নারিকেল গাছের গর্তের মধ্যে ঠক্করের সন্ধান পায়। গত ১৪ জুন রাতে ওই যুবকেরা ঠক্কর ধরার জন্য বিশেষ কৌশলে নারিকেল গাছটি কেটে ফেলেছে। গেরাকুল গ্রামের সোহাগ বেপারী জানান, ঢাকায় বসবাসরত তাদের গ্রামের ৩/৪ জন যুবকেরা ঠক্করের সন্ধানে গত ১৭ জুন গ্রামের বাড়িতে এসেছেন।

এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিষয়টি আমিও শুনে আসছি। তবে এর কোন সত্যতা এখনো পাইনি। রাটার বা ম্যাগনেটের মতো ঠক্করের বিষয়টিও শ্রেফ একটি গুজব বলেও তিনি উল্লেখ করেন।

-খোকন আহম্মেদ হীরা, গৌরনদী ডটকম