শাবিতে চলতি বছরের ৩৬ কোটি টাকার বাজেট

বাজেট ঘোষণা করা হয়েছে। এবার নীট বাজেটে বিশ্ববিদ্যালয়ে চাহিদা ৪৪ কোটে ৫৮ লাখ টাকার বিপরীতে শাবিপ্রবি মোট বরাদ্দ পেয়েছে ৩৬ কোটে ২০ লাখ টাকা। এর মধ্যে ৫ কোটি টাকা বিশ্ববিদ্যঅলয়ের নিজস্ব আয়ের উৎস থেকে ধরা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে তথ্য, গবেষণা ও প্রযুক্তি খাতে চাহিদা অনুযায়ী শাবিপ্রবি বরাবরের মত এবারো অপ্রতুল বাজেট বরাদ্দ পেয়েছে। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, ছাত্রকল্যাণ  উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। বাজেট ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা যায়, এবারের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাবদ ২৪ কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পেনশন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ লাখ টাকা। এছাড়া শিক্ষা আনুষাঙ্গিক খাতে ৫ কোটি ৬৩ লাখ টাকা বাজেটের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ খাত গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ কোটি টাকা। তবে গবেষণার ক্ষেত্রে নতুন তিনটি বিভাগে কোন বরাদ্দ দেওয়া হয়নি।