উজিরপুরে সাড়ে ৫শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

৫৩৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার উজিরপুর মেজর এমএ জলিল অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খালেক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার, উপজেলা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা ডাঃ আঃ হাকিম, ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবলীগের সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, যুবনেতা রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক কামাল হোসেন সবুজ, শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন, ওসি সুকুমার রায় প্রমূখ। উল্লেখ্য উজিরপুরে গেজেটভূক্ত ১০৫০ জন মুক্তিযোদ্ধা রয়েছে। এরমধ্যে ৫৩৮ জনকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন না করলে আমরা জাতি হিসেবে গর্বিত বলে দাবী করতে পারি না। তিনি অবিলম্বে যুদ্ধাপরাধীদের শাস্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটানোর দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।