কালকিনিতে পুনঃ নির্বাচনের দাবীতে বিক্ষোভ

নির্বাচনের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারক লিপিতে র‌্যাবের বিরুদ্ধে পক্ষ-পাতিত্বের অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার এক পরাজিত প্রার্থীসহ প্রায় দেড় হাজার এলাকাবাসী এই অভিযোগ করেছেন।

দুপুরে ২টায় কালকিনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ আবদুল মান্নান বলেন, নির্বাচনের দিন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নতুন চরদৌলত খাঁন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফজলুল হক মাষ্টারের স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে র‌্যাবের সাহায্যে আমার ভোটারদের বের করে প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া সিকদারের লোকজন ভোট পিটিয়ে নিয়েছে এবং ভোট গননার সময় এজেন্টদের বের করে দিয়ে ভোট গননায় জালিয়াতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা কমিয়েছে। যোগাযোগমন্ত্রী ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।

উক্ত সাংবাদিক সম্মেলনে অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিল। এর পূর্বে সকাল ১১টায় চরদৌলত খাঁ ইউনিয়নের মোক্তার হাট বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে পুনঃ নির্বাচনের দাবীতে রিটার্নিং ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারক লিপি দেয়া হয়।