বরিশালে ম্যারিন ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি শুরুজানুয়ারীতে

জানুয়ারিতে বরিশালে ম্যারিন ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে। এর মধ্যেই শেষ করা হবে ম্যারিন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনার কাজ।  শুক্রবার বরিশাল সার্কিট মিলনায়তনে কক্ষে প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে  তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১০ টায় আয়াজিত সভায় নৌপরিবহন মন্ত্রী বলেছেন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন দিন বদলের সনদ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌ পরিবহন মন্ত্রি বলেছেন বাংলাদেশ জাহাজ শিল্প ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছে। এক সময় আমরা ডেনমার্ক,জার্মান থেকে জাহাজ ক্রয় করেছি। আজ আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। এখন আমরা সেখানে জাহাজ রপ্তানি করছি। এই শিল্পকে এগিয়ে নিতে এ জন্য আমরা দক্ষিনাঞ্চলে ডকইয়ার্ড/শিপইয়ার্ড নির্মান করতে যাচ্ছি। প্রধান মন্ত্রি নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে বেকারত্ব দূর হবে-কর্মসংস্থানের হবে সৃষ্টি। এছাড়াও দক্ষিনাঞ্চলের পটুয়াখালিতে  তৃতীয় সমুদ্র নদী বন্দর নির্মান করা হবে। ভারত ভূটান নেপাল ট্রানজিটের ক্ষেত্রে এরা সুবিধা ভোগ করতে পারবে। তিনি বলেন বরিশাল নদী বন্দর টার্মিনালের কাজ শেষ পর্যায়ে রয়েছে।  এসময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রনালয়ের সচিব আব্দুল মন্নান হাওলাদার, বরিশাল ১ আসনের সংসদ সদস্য তালুকদার মো: ইউনুস ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু। এর আগে বরিশাল আধুনিক নৌ-বন্দর নির্মান কাজ পরিদর্শনে যান নৌ মন্ত্রি। সেখানে কাজের অগ্রগতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নৌমন্ত্রির সচিব আব্দল মান্নানও ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেছেন দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হতে পারে।