বাইলাইন ম্যাগাজিনে দুই সাংবাদিকের ছবি প্রকাশিত

মানের ম্যাগাজিন ‘বাইলাইন’ এ নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের দুই সাংবাদিক ও লেখক, বার্তা সংস্থা বাপ্স নিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন এবং বিশেষ প্রতিনিধি শোয়েব চৌধুরীর রঙ্গীন ছবি প্রকাশিত হয়েছে। কভার সহ ৪৮ পৃষ্ঠার বাইকালার এই ম্যাগাজিনে যুক্তরাষ্ট্রের মুলধারার টিভি, সংবাদপত্রে, বার্তা সংস্থার সনামধন্য মিডিয়া এবং মুলধারার নির্বাচিত জন প্রতিনিধিদরে ৩১ টি রঙ্গীন ছবি স্থান পেয়েছে। মুলধারার নিউইয়র্ক প্রেসক্লাবের ২০১০ সালের কার্যক্রমের ওপর ভিক্তি করে প্রকাশিত বাইলাইন গত ১৩ জুন, সোমবার সন্ধ্যায় ম্যানহাটানসহ ঐতিহ্যবাহী ওয়াটার ক্লাব রেষ্টুরেন্টে জাকঝমকপূর্ন বার্ষিক সাংবাদিককতার এ্যাওয়ার্ড বিতরন ও নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেখ অনুষ্ঠানে উপস্থিত চার শতাদিখ মিডিয়া ব্যাক্তিদের মাঝে বিতরন করা হয়। বনাঢ্য এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র মাইক্যাল ব্লুমবার্গ। ৩য় বারের ন্যায় নির্বাচিত সভাপতি গ্ল্যানে সুককে শপথ পাঠ করান সিটির ফায়ার কমিশনার সাল বাটোর জে. কমানো। স্বাগত বক্তব্য রাখেন মাস্টার অব ফিয়েনত্রী ডেভিড ডিয়াজ। মঞ্চে আসন গ্রহন করেন প্রেসক্লাব প্রেডিডেন্ট গ্ল্যান সুক, প্রেসক্লাব ফাউন্ডেশন প্রেসিডেন্ট গ্যাব প্রেসম্যান, সাবেক প্রেসিডেন্ট রিচ ল্যানপ্ট, এ্যাওয়ার্ড প্রধান বিচারক পিল ও ব্লায়ান, রেভারেন্ড জোসেফ ও’হারী, বারী জোসেফ পোসানাল, জেনিফার সুক এবং পিটার ব্রাকার।

উল্লেখ্য, বার্তা সংস্থা বাপ্স নিউজ এডিটর এবং অনলাইন পত্রিকা বোস্টন বাংলা নিউজ ডটকম প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন ১৯৯৩ সন হতে এবং বাপ্স নিউজ বিশেষ সংবাদদাতা শোয়েব চৌধুরী ও এবিএম সালেহউদ্দিন ২০১০ সাল হতে মুলধারার নিউইয়র্ক প্রেসক্লাবের নিয়মিত সদস্য হিসেবে অন্তভূক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রের মুলধারার মর্যাদাশীল ও সুনামখ্যাতে কাইলাইন ম্যাগাজিনে মুলধারার প্রখ্যাত মিডিয়া ও জন প্রতিনিধিদের পাশাপাশি নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশের দুই সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং শোয়েব চৌধুরীর রঙ্গীন ছবি প্রকাশিত হওয়ায় বার্তা সংস্থা বাপ্স নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্ঠা এম এম সালাম, রহন বড়–য়া, চেয়ারম্যান হাসানুর রহমান, প্রধান সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীম, ঢাকা ব্যুরো প্রধান মুসফেকা জাহিদ, বিশেষ সংবাদদাতাবৃন্দ এবিএম সালেহউদ্দিন, সাকিনা ডেনী, সর্দার আল মামুন, পংকজ রায়, মাসুদা ইয়াসমীন রুমাম, আশেক রহমান, সদরুর আমিন পলাশ, ওসমান গনি, বিস্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, নার্গিস পারভিন পারু, আকবর হোসেন, হেমায়েত হোসেন, গোলাম সাহাদাত জুয়েল, শফিকুল আলম টিটন ও হালিাম হক।
-প্রবাসী নিউজ / বাপ্স নিউজ