আর্কাইভ

প্রেমের টানে ছুটে এসে প্রেমিকা এবার হাসপাতালে..

রোডস্ত এক ডাক্তারের ফার্মেসীতে ফেলে রেখে পালিয়েছে প্রতারক প্রেমিক। ঘটনাটি ঘটেছে নগরীর কাটপট্টি রোডের হোটেল আরাফাত নামক একটি আবাসিক হোটেলে।

জানাগেছে, মোবাইল ফোনে দীর্ঘদিন আলাপের পরিচয়ে গতকাল মাদারীপুর ভাঙ্গা ইউনিয়নের মানিকান্দা গ্রামের সেলিম মৃধার কন্যা লতা (২৫) কে বরিশালে নিয়ে আসে এলাকার পরিচয় দানকারী রিপন (৩২)। গতকাল দিনভর লতাকে নগরীর কাটপট্টি রোডের আবাসিক হোটেল আরাফাতে রেখে উপুর্যপুরী অসামাজিক সম্পর্ক করে। এক পর্যায়ে লতার শরীর অসুস্থ হয়ে পরলে প্রচন্ড রক্তক্ষরন শুরু হয়। সন্ধ্যায় রিপন লতাকে সদর রোডের ডাঃ এমকে জামানের ফার্মেসীতে নিয়ে আসে। সে সময় তার জন্য ঔষধ কিনে আনার নাম করে পালিয়ে যায় প্রতারক প্রেমিক রিপন। পরে লতার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে লতাকে মেডিকেল নিয়ে যেতে বললে কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এ ঘটনায় সদর রোডে গতকাল ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। পরে সাংবাদিকরা মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button